আয়নায় নিজেকে চিনতে পারিনি

আয়নায় নিজেকে চিনতে পারিনি

চ্যানেল আইতে আজ বিকেলে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ভার্সিটি। লিখেছেন শুভাশিস সিনহা, পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। এতে অভিনয় করছেন টয়া। কথা হলো তাঁর সঙ্গে।
‘ভার্সিটি’ ধারাবাহিকের কাজ কতটুকু করেছেন?
মাস চারেক আগে শুটিং শেষ হয়েছে। নাটকটির গল্পও এখন শেষ দিকে। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া একদল ছাত্রছাত্রীর নানা সমস্যা নিয়ে নাটকটির গল্প।
এটিএন বাংলার ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকে জুলির সঙ্গে হেমন্তের সম্পর্ক সামনে কোন দিকে গড়াবে?
নাটকে আমি জুলি চরিত্রে অভিনয় করছি। হেমন্তের সঙ্গে জুলির প্রেম হয়েছে। বিষয়টি জুলির মায়ের কাছে ধরা পড়ে। এ নিয়ে জুলির মা বিপত্তি বাঁধিয়ে দেয়। ঘটনাটি হেমন্তের অফিস পর্যন্ত গড়াবে। হেমন্ত চাকরি হারাবে। আপাতত এটুকু শুটিং করেছি।
এ ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে?
আফসানা মিমির অভিনয় দেখছি সেই ছোটবেলা থেকে। কিন্তু এখন তাঁর পরিচালনায় অভিনয় করছি, ভাবতেই পারছি না! এখন পর্যন্ত যে কটি ধারাবাহিকে অভিনয় করেছি, পৌষ ফাগুনের পালা সেগুলোর মধ্যে সেরা নাটক। আর এখানে কাজ করতে এসে মিমি আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি।
আর কোনো ভালো চরিত্রে ইদানীং কাজ করেছেন?
হ্যাঁ, নাটকের নাম ম্যাট্রিক পাস ফকির। লিখেছেন আকতারুজ্জামান, পরিচালনা করেছেন গাজী রাকায়েত। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। নাটকে আমরা সবাই ফকির। নাটকটির রূপসজ্জার দায়িত্বে ছিলেন জনি মিয়া। তিনি চমৎকারভাবে আমাকে ফকির সাজিয়েছেন। সারা গায়ে কালি মেখেছি আর ছেঁড়া শাড়ি পরেছি। পরে আয়নায় নিজেকে দেখে চিনতেই পারিনি।
আর কী কী ধারাবাহিকের কাজ করছেন?
মাছরাঙায় হিমেল আশরাফের উইন্ডো, একুশে টিভিতে জুয়েল মাহমুদের ললিতা, এনটিভিতে ফেরদৌস হাসানের বন্ধু আমার, ফারুক হোসেনের বোয়িং সেভেন ফাইভ সেভেন, রায়হান খানের নুরজাহান ও ফ্লোরা সরকারের ঠকবাজ।