এক দিনে প্রায় ৫০টি পান খেয়েছি

এক দিনে প্রায় ৫০টি পান খেয়েছি

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উত্তরাধিকার। লিখেছেন তৌহিন হাসান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটিতে অভিনয় করছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।
দেশের বাইরে নাকি গিয়েছিলেন?
হ্যাঁ, কলকাতায়। তিব্বত স্নোর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে। পাঁচ দিন ছিলাম।
ঈদের কাজের খবর কী?
আমি এবার একটু বেছে বেছে কাজ করেছি। যে কয়টি করেছি, সব কটিই ভালো হয়েছে। আমার পান খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু হিমু আকরামের মকবুল এন্টারপ্রাইজ নাটকে কাজ করতে গিয়ে এক দিনে প্রায় ৫০টি পান খেয়েছি। নাটকটি একুশে টিভিতে যাবে। মাছরাঙায় যাবে অঞ্জন আইচের সনাতন বাবু ও তার স্বপ্নের প্রজাপতিগুলো নাটক। এখানে আমি অভিনয় করেছি অশরীরী চরিত্রে। সালাহউদ্দিন লাভলুর লাইট হাউজ যাবে চ্যানেল আইয়ে। এখানে আমি জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) স্ত্রী। এই নাটকে কাজ করতে গিয়ে আমাকে কালো মেকআপ নিতে হয়েছে। সব মিলিয়ে ১০টি নাটক যাবে।
শুনেছি, বিটিভিতেও আপনার অভিনীত নাটক দেখা যাবে।
ঈদের পরদিন যাবে। নাম স্বপ্নময়ী। পরিচালক দীন মোহাম্মদ। গল্পটা খুব সুন্দর। মেয়েটা স্বপ্নে তার কল্পনার জগতে ভেসে বেড়ায়। শুধু শেষ দৃশ্যটি বাস্তবের।
ঈদে আর কোনো অনুষ্ঠান করছেন?
বিটিভিতে নাচের একটি অনুষ্ঠান করেছি, ‘ঈদ আনন্দ’। বিভিন্ন চ্যানেলে আড্ডার অনুষ্ঠান করেছি। এ ছাড়া বাংলাভিশনে একটি সরাসরি আড্ডার অনুষ্ঠানে অংশ নেব।
এখন টিভিতে আপনার অভিনীত যে ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে, সেগুলো নিয়ে বলুন।
আজ দেখানো হবে উত্তরাধিকার। কাল বুধবার চ্যানেল আইয়ে দেখানো হবে সকাল সন্ধ্যা রাত। এখানে আমার বাবা-মা আলাদা থাকছেন। আমি লুকিয়ে মার সঙ্গে দেখা করি। তাকে বোঝানোর চেষ্টা করি। এই ধারাবাহিকে কাজ করে অনেক মজা পাচ্ছি। কারণ, সব কিছু খুব গোছানো। মনেই হয় না শুটিং করছি। এ ছাড়া এটিএন বাংলায় যাচ্ছে মতিঝিল কমার্শিয়াল এরিয়া এবং আরটিভিতে অলসপুর। সেদিন রাজেন্দ্রপুরে শুটিংয়ের ফাঁকে আশপাশের কয়েকজনের সঙ্গে কথা হলো। তাঁরা সবাই অলসপুর ধারাবাহিকে আমার অভিনয়ের কথা বললেন। শুনে ভালো লেগেছে।