একই নাটকে মিলন-মিথিলা

একই নাটকে মিলন-মিথিলা

 

অভিনয়শিল্পী মিলন ও মিথিলা প্রথম একসঙ্গে কাজ করেন ‘কনেপক্ষ’ নামের একটি একক নাটকে। কয়েক মাসের ব্যবধানে আবারও টিভি নাটকে অভিনয় করলেন তাঁরা। নাটকের নাম ‘অনিকেত ভালোবাসা’। রচনা এম এস রানা। পরিচালক নরেশ ভূঁইয়া।
শুভ্র আর বন্যার সুখের সংসার। শুভ্র চাকরি করে একটি প্রাইভেট ফার্মে। শুভ্রর (মিলন) ঘনিষ্ঠ বন্ধু জাহিদ (হিল্লোল) চাকরি করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। পরীক্ষা পাসের পর বন্যা(মিথিলা) সেখানেই চাকরি নেন। চাকরির সুবাদেই বন্যা আর জাহিদের ঘনিষ্ঠতা বাড়ে। তাঁদের এই ঘনিষ্ঠতা অদৃশ্য এক দেয়াল তুলে দেয় শুভ্র-বন্যার সংসারে। দূরত্ব তৈরি হয় শুভ্র আর বন্যার মধ্যে। বন্যা যখন টের পায় এই দূরত্ব, ততক্ষণে শুভ্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরে যাওয়ার। এরপর ঘটতে থাকে আরও নানা ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় অনিকেত ভালোবাসা।
মিথিলা বলেন, ‘নরেশ ভূঁইয়ার সঙ্গে আমার বেশ কয়েকবার নাটকের ব্যাপারে কথা বলেও করা সম্ভব হয়নি। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় অবশেষে কাজটি করা হয়ে গেছে। নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে। কাজ করেও বেশ আনন্দ পেয়েছি। তা ছাড়া মিলন ভাইয়ের সঙ্গে আবারও কাজ করতে পেরে অনেক কিছু জানতে পেরেছি।’
বাংলাভিশনে ঈদে দেখানো হবে অনিকেত ভালোবাসা নাটকটি।