জানুয়ারিতে নতুন ধারাবাহিক শুরু করব

জানুয়ারিতে নতুন ধারাবাহিক শুরু করব

এবার ঈদে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে জাহিদ হাসান অভিনীত নাটক ও টেলিছবি প্রচারিত হবে। এ ছাড়া ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র প্রজাপতি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কথা হলো তাঁর সঙ্গে।
রোজার ঈদে টিভিতে আপনার খুব কম কাজই দেখেছি। এবার কোরবানির ঈদের জন্য কেমন কাজ করেছেন?
গত ঈদে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। তাই অভিনয় থেকে একেবারেই দূরে ছিলাম। এবার ঈদে দুটি ছয় পর্বের ধারাবাহিকে কাজ করেছি—আরটিভিতে সালাহউদ্দিন লাভলুর লার্নেড ম্যান ও বাংলাভিশনে সাগর জাহানের আরমান ভাই দ্য জেন্টলম্যান। এ ছাড়া অন্য নাটকগুলো হলো বাতিঘর, জার্নি বাই পলিটিক্স, স্কুল অব পলিটিক্স, বেনিফিট অব ডাউট, হরতন রুহিতন ও পাহাড়ি গোলাপ। আরেকটা কথা, এবার প্রায় বছর দশেক পর সালাহউদ্দিল লাভলুর পরিচালনায় কাজ করলাম।
পরিচালনার কথা বলুন।
এবার ঈদে আমি চারটি নাটক পরিচালনা করেছি—এনটিভিতে যাবে সেকেন্ড হ্যান্ড, এটিএন বাংলায় ব্রেকিং নিউজ, বাংলাভিশনে মোটরসাইকেল ও বৈশাখীতে গল্প নয় সত্যি। তিনটি নাটকে অভিনয় করেছেন নওশীন এবং অন্যটিতে সারিকা। এ ছাড়া অন্য কাজগুলোতে আমার সঙ্গে আছেন ছন্দা, মোনালিসা, তিশা, মীম ও অহনা।
এবার আপনার অভিনীত ‘প্রজাপতি’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
প্রজাপতি চলচ্চিত্রের শুটিং করেছিলাম বছর দুয়েক আগে। প্রচণ্ড গরম ছিল। শুটিংয়ে সময় সবাইকে বেশ কষ্ট করতে হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী ও মোশাররফ করিম। এটি রাজের প্রথম ছবি। শুটিংয়ে তাঁর আন্তরিকতার কমতি ছিল না। শুটিংয়ের পর পুরো ছবিটি আমি এখনো দেখতে পারিনি। তবে মনে হচ্ছে, ভালো মানের একটি ছবি হবে প্রজাপতি।
নিজের পরিচালনায় নতুন ধারাবাহিকের শুটিং কবে শুরু করছেন?
হাতের রেখা কথা বলে ধারাবাহিকের প্রচার শেষ হয়েছে। এরই মধ্যে কয়েকটি চিত্রনাট্য পেয়েছি। সেখান থেকে শফিকুর রহমান এবং আশরাফুল চঞ্চলের দুটি চিত্রনাট্য চূড়ান্ত করেছি। আশা করছি, জানুয়ারি থেকেই নতুন ধারাবাহিকের শুটিং করব।