সজল যখন ক্রিকেটার!

সজল যখন ক্রিকেটার!

‘মাঠে ক্রিকেট খেলছেন সজল। আর গ্যালারিতে বসে সেই খেলা উপভোগ করছেন মোনালিসা। হঠাত্ সজলের ব্যাট থেকে একটি বল সোজা গিয়ে লাগে মোনালিসার গায়ে। মোনালিসা খেপে গিয়ে সেই বল সজলের দিকে ছুড়ে দিলে তা মাথায় লেগে সজল হন আহত। তাঁকে নিতে হয় হাসপাতালে। বলের আঘাত এতটাই ছিল যে জ্ঞান ফেরার পর সজল কাউকেই চিনতে পারেন না’—পাঠক নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, এটি কোনো বাস্তব দৃশ্য নয়। আগামী ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচারিতব্য ‘লক্ষ্মীছাড়া’ নাটকের একটি দৃশ্যপট। এ নাটকে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সজল।
 নাটকে দেখানো হবে বলের আঘাতে সজলের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। আর এতে দারুণ বিচলিত হয়ে পড়েন মোনালিসা। এ ধরনের টানাপোড়েন নিয়ে এগিয়ে যেতে থাকবে নাটকের কাহিনি।
 সজল বলেন, ‘স্কুলে পড়ার সময়ই নিয়মিত ক্রিকেট খেলতাম। এরপর আর কখনো ক্রিকেট খেলা হয়নি। তবে নাটকটির শুটিংয়ের জন্য অনেক দিন পর ক্রিকেট খেলতে হয়েছে। নাটকে আমার চরিত্রটি বেশ মজার। খুবই ভালো লাগছে নাটকটির শুটিং করতে।’
 সজল ও মোনালিসা ছাড়াও এ নাটকে অন্য শিল্পীরা হলেন প্রিসিলা পারভীন, ডা. এজাজ প্রমুখ।