১৫ দিন কোনো কাজ করব না

১৫ দিন কোনো কাজ করব না

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যা। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করছেন সজল। কথা হলো তাঁর সঙ্গে।
আপনি তো ধারাবাহিক নাটকে তেমন অভিনয় করেন না। ‘চাঁদ ফুল অমাবস্যা’ নাটকে কবে অভিনয় করলেন?
বছর দেড়েক আগে। এখন টিভিতে আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে—চাঁদ ফুল অমাবস্যা ও ইকারুসের ডানা। বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে ইকারুসের ডানা। এখানে আমি অভিনয় করেছি শম্পা রেজার সঙ্গে। একসময় তার সঙ্গে আমার মনস্তাত্ত্বিক সম্পর্ক গড়ে ওঠে। এখানে আমার চরিত্রটি কিন্তু একেবারেই নেতিবাচক। আর চাঁদ ফুল অমাবস্যাতে অনেক আগে কাজ করেছি, এখন বেশি কিছু মনে পড়ছে না।
রোজার ঈদে আপনার অভিনীত অর্ধশত নাটক ও টেলিছবি প্রচারিত হয়েছে। এবার কয়টি প্রচারিত হবে?
সংখ্যাটা বলতে পারছি না। শুনেছি, শুধু ঈদের দিনই আমার অভিনীত ১০টি নাটক ও টেলিছবি বিভিন্ন চ্যানেলে যাবে। এখন তো অনেক চ্যানেল, তাই কাজের পরিমাণটাও একটু বেশি। আর আমি যেহেতু এক ঘণ্টার কাজই বেশি করি, তার বেশির ভাগই ঈদে প্রচারিত হয়। তাই সংখ্যাটা চোখে পড়ে।
এবার ঈদের জন্য যে কাজগুলো করেছেন, সেগুলো নিয়ে কিছু বলুন।
এবার চরিত্রের পাশাপাশি গল্পকে প্রাধান্য দিয়েছি। চরিত্রগুলো যাতে একই রকম মনে না হয়, সেদিকেও খেয়াল রেখেছি। অনেকগুলো ভালো কাজ করেছি। এই মুহূর্তে খুব মনে পড়ছে দীপঙ্কর দীপনের ভালোবাসি প্রতিদিন, ফেরদৌস হাসানের লক্ষ্মীছাড়া, এজাজ মুন্নার মীরা, আনিসুল হকের লেখা প্রেমের নাম বেদনা ও ইতি তোমার রানু, নুজহাত আলভি আহমেদের ব্ল্যাক ও ছায়া, মোহন খানের ভালোবাসার সীমানা, সুস্ময় সুমনের মাধবীলতা।
ঈদের ছুটিতে এবার কোথাও বেড়াতে যাবেন?
এ রকম কোনো পরিকল্পনা নেই। তবে ঈদের পর টানা ১৫ দিন কোনো কাজ করব না। একটু বিশ্রাম নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। কয়েক মাস ধরে তো বিশ্রামের জন্য এতটুকু সময় পাচ্ছি না। তাই পরিচালকদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছি।